রবিবার, ৪ জুলাই, ২০২১

অংশুমান কর'এর কবিতা

 অংশুমান কর'এর কবিতা



  • তারা 

সারারাত্রি জেগে তারারা পাহারা দেয় ফুটপাতে ঘুমিয়ে থাকা মানুষদের। তাই মানুষ মরে গেলে তারা হয়ে যায় শিশুদের যখন এই মধুর মিথ্যেটি বলা হয় তখন তার ভেতরে কেবল সান্ত্বনা থাকে না, থাকে মৃত্যুর পরেও মানুষের কাজে লাগার এক মায়াবী স্বপ্ন যা মিথ্যেটির ভেতরে মিটমিট করতে থাকে। 


মানুষ জানে যে, মরে যাওয়ার পরেও তারারা আরও বেশ কিছুদিন পৃথিবীকে আলো দিয়ে থাকে।



  • সম্পর্ক

পছন্দ না-হলে কিনে ফেলার পরেও আমাজন-ফ্লিপকার্টে ফেরত দেওয়া যায় জিনিস। তবে ফেরত দিতে হয় সাত বা দশদিনের ভেতরে। মানুষ মায়ার জীব। বাজারও জানে, দিন বাড়লে তুচ্ছ জিনিসের ওপরেও তার মায়া পড়ে যায়। 



  • শিল্প

এক সময় তোমাকে শিল্প বলে পাত্তা দিত না কেউ

কিন্তু মনে করা হত সত্য।

মানুষের বন্ধু ছিলে তুমি। 

ছিলে প্রমাণ-ভালো বা মন্দ কাজের।

মায়ের থেকে দূরে থাকা ছেলের কাছে ছিলে দেবী,

মেয়ের থেকে দূরে থাকা বাবার কাছে আলো। 

আজ বাবা জানে, ছেলেও জানে

কত সহজেই তুমি ঢেকে দাও

মেয়ের চোখের নীচের কালি, মায়ের কপালের চিন্তার ভাঁজ। 

জানে, তুমি দিনকে করে দাও রাত, রাতকে দিন।


ফোটো, তুমি শিল্প হয়েছ

কিন্তু হারিয়েছ মানুষের বিশ্বাস। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শেষ পর্ব - অনন্ত অনন্তকাল ভেসে যেতে যেতে

"অনন্ত অনন্তকাল ভেসে যেতে যেতে" সজ্জ্বল দত্ত  ৭ .          " And miles to go before I sleep            And miles to go before...