শনিবার, ৩০ অক্টোবর, ২০২১




দু'একটা কথা যা বলার ছিল ~

লিটল ম্যাগাজিনের শততম সংখ্যা খানিকটা সোনার 
পাথরবাটির মতোই শোনায়। কারণ স্বাভাবিক ভাবেই 
তার অনেক আগে সাধারণত  মশলা ফুরিয়ে  আসে। 
একটি  সাপ্তাহিক পত্রিকা  বলেই  বারাকপুর স্টেশন 
এই  মাইল  ফলক  ছুঁয়ে  ফেলতে পেরেছে।  একশো 
সপ্তাহের দীর্ঘ এই যাত্রাপথ ছিলো রোমাঞ্চকর এবং 
ভীষণ আনন্দের। কত অচেনা অজানা কবিবন্ধুদের 
সাথে দেখা-সাক্ষাৎ-বিনিময়ের সুযোগ ঘটেছে। আজ 
শততম সংখ্যার  মোড়ে দাঁড়িয়ে  এই পত্রিকার সাথে
যুক্ত সকল কবি ও পাঠক বন্ধুদের জানাই আন্তরিক 
প্রীতি ও শ্রদ্ধা।   

বাংলা কবিতার জগতে আকারে একটি ছোট্ট ভেলার 
মতো  হলেও  নির্ভেজাল  সদিচ্ছার  জোরে  দীর্ঘ 
গৃহবন্দী  জীবনে  মানুষের  অবলম্বন  হয়ে  উঠতে 
পেরেছে এই পত্রিকা। বারাকপুর স্টেশন পত্রিকার 
এই  আশ্চর্য  যাত্রা  অব্যাহত  থাক।  সবাই  ভালো 
থাকুন। এভাবেই সাথে থাকুন। কবিতার জয় হোক। 


বারাকপুর স্টেশন পত্রিকার শততম সংখ্যায় দশজন  কবির 
দশটি করে মোট একশত কবিতা একসাথে প্রকাশ করা হল। 
যাঁরা লিখলেন -

প্রণব বসুরায়   মীরা মুখোপাধ্যায়   বিপ্রতীপ দে
সজ্জ্বল দত্ত         নিলয় নন্দী         রঞ্জনা ভট্টাচার্য্য 
ঈশাণী রায়চৌধুরী   ইন্দ্রাণী পাল   পৃথা চট্টোপাধ্যায় 
                এবং     রাজদীপ ভট্টাচার্য 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শেষ পর্ব - অনন্ত অনন্তকাল ভেসে যেতে যেতে

"অনন্ত অনন্তকাল ভেসে যেতে যেতে" সজ্জ্বল দত্ত  ৭ .          " And miles to go before I sleep            And miles to go before...