শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

শাশ্বতী চ্যাটার্জির দুটি কবিতা  



★  আশৈশব

          

এক ফোঁটা মাটির কুমকুম

একচালা প্রতিমা গড়ন

ধুলোয় অসুখ নেই

হাসি অশ্রু এক ছাঁচে ঢেলে রুখু বুক নদীমাতৃক

ভেজা হাতে পিঁড়ি পাতে দুপুরের নারী

মহুল পরাগে নেশা জোনাকি জাগর


একটাই তো মগ্ন একতারা

আউল-বাউলে সুর কেঁদুলির মেলা

মেলা হয়ে ভরা মাসে ভাসান আখর

জংলা পুকুরপাড়ে ক্ষারকাচা ধাপ

সমভূমি হৃদয়েতে স্বপ্নের টিলা...


সাকুল্যের পাঠশালা, 

চোর চোর, আব্বুলিশ, কানামাছি খোঁজ...


একটাই  তো সেলেট পেনসিল!

আঙুল বুলিয়ে ফোটে অ আ ক খ নামের স্বদেশ।


★  স্বাদ 

   

বলা কথায় টান আছে

টেনে আনে, নিয়েও যায়

ঘুমপাড়ানি, নকশীকাঁথা, গাজনের ছক

দৈত্যের কেটলি থেকে জিয়ন কাঠি

কথার সাঁকোর বশে ভোর থেকে চোপর দিন পারাপার করি

মাছরাঙা, প্রজাপতি, গবাদি সংসার 

এইসব গাছ নদী পাখি-জন্ম 

যুক্তাক্ষর ভেঙে জীবন উপায় করে

মুগ্ধবোধ ব্যাকরণে ব্যস্ত বইঘর...


ভেজা মাটি আঙুলে কপালে 

আশ্বাসে আভাসে শুধু মায়ের স্বভাব।

জিভে লেগে থাকা জন্মদিনের স্বাদ

সামান্য জীবনের ভয়ে 

ফেরাব কি ক'রে!?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শেষ পর্ব - অনন্ত অনন্তকাল ভেসে যেতে যেতে

"অনন্ত অনন্তকাল ভেসে যেতে যেতে" সজ্জ্বল দত্ত  ৭ .          " And miles to go before I sleep            And miles to go before...