রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

 সজ্জ্বল দত্তের কবিতা  


বাল্মীকির কন্ঠহাড়


সিংহাসনে ওপরে-সামনে দশরথ-শত প্রজা 

                                       রাবণ-রাক্ষসকুল 

মাঝে হাওয়া শূন্যস্থান গুঁড়োলঙ্কা শ্রদ্ধাস্থান 

কাহিনীকন্ঠে তরল পারদ বাক্সবারুদ 

                                    দেশলাইকাঠি ভক্তি-

কঠোর সাধনা ভগীরথ 

শান্তি শান্ত সাধুসন্ত দেহমধ্যে পুণ্যভূমি 

                                     হরিদ্বার বারাণসী 

গনগনে ফারেনহাইট হোমযজ্ঞে একশো পাঁচ ।

আড়ালে জঙ্গলে রত্নাকর দস্যু ঠিক সে'সময় এলে

মহাদেব জটা থেকে একমুঠো চুল ছিঁড়ি 

                                       যজ্ঞআগুনে ফেলি 

মহাছন্দে ঋষিব্রহ্ম কবিগানে উজ্জ্বল 

অন্ধমুনিপুত্র একবাণে শব্দভেদ 

জল ছপছপ নদী 

নদ্যৌ....নদ্যা.... 

তারপর স্রোতকথা 

আমার কন্ঠ সেই জলের অনন্তস্রোতে 

                                         উৎস গ্লেসিয়ার 

সিন্ধু বা নীলনদ হরপ্পা মিশরীয় 

লঙ্কায় রঘুবংশে মহাকাব্য মহা কাব্যপথে....

ব্যাধ পাখি মা-নিষাদে একে একে কন্ঠহার 

সোনা থেকে প্ল্যাটিনাম হীরের ঝলক আলো....


সক্কালবেলা যত ধ্যাষ্টামো ভাট বকা ! 

পাড় ভেঙে গঙ্গায় গোটা গ্রাম ঘরবাড়ি 

এখন কোবতেবাজি ... নদ্যৌ নদ্যা ...! 


নদীপথ মোহনায় । 

সিন্ধুর ফেনাবিন্দু পরজন্মে পটোম্যাক 

আহা কালো ! নীল  নদ ! রঙেচঙে কত মুখ !

প্রথমের চুমু পেয়ে তৃতীয়র ক্ষ্যাপাছুট । 

এ' প্রান্তে সরযুধারায় আদি থেকে উত্তর 

সাতকাণ্ড রামগল্প 

সেই শুভ-অশুভ দ্বন্দ্ব আমার 

পুষ্পবৃষ্টি স্বর্গ বালি কাদা মাখামাখি 

ছোট বড় দেব দেবী কই গেল ভেসে ভেসে ? 

এল.ই.ডি সন্ধ্যে আলো লব কুশ খোলাপুঁথি 

পাতা ভরে ইতিহাস "সভ্যতা যুগে যুগে নদীমাতৃক"


এ গেঁড়ে গুডাসসেলে কুথাকার আদিকবি ? 

                                        নদীমাতৃক ? 

                             --শালা রুটিমাতৃক !




৪টি মন্তব্য:

  1. ভালো লেখা।অপূর্ব স্যাটায়ারের প্রয়োগ।

    উত্তরমুছুন
  2. দারুণ সার্কাজ্ম
    খুব ভালো লাগলো দাদা
    আপনার ভেতরে একজন রসিক মানুষও আছেন দেখছি! 😁❤

    উত্তরমুছুন
  3. এইটা দারুণ বলেছেন 😀! রসিকতাই বটে , একদম চূড়ান্ত রসিকতা 😀 ! @ শব্দচিল

    উত্তরমুছুন

বাঙালির পুরনো কাসুন্দি ।। বারাকপুর স্টেশন পত্রিকা

  বাঙালির পুরনো কাসুন্দি      — উষ্ণিক ভট্টাচার্য  কাসুন্দি বাঙালির এক চিরকালীন ঐতিহ্য। রান্না ও স্বাদের জগতে বাংলার একটি গুরুত্বপূর্ণ সংযোজ...